রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৩ জনের করোনা শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৫ জন, লালমনিরহাটে ৩ জন, নীলফামারী ও গাইবান্ধার একজন করে রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শনাক্তরা হলেন, এক পুরুষ (৪০), রংপুর নগরীর কেরানীপাড়ার এক পুরুষ (৩৫), রংপুর সদরের এক নারী (৪১), নীলফামারী সদরের এক পুরুষ (৫২), পীরগঞ্জের এক পুরুষ (৩৫), লালমনিরহাট পাটগ্রামের এক যুবক (২৬), গাইবান্ধা ফুলছড়ি উদাখালীর এক যুবক (২১)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর দমদমার এক পুরুষ (৪২), এক নারী (৩৯), টিচার্স ট্রেনিং কলেজের এক পুরুষ (৪১), কাচারীপাড়ার এক পুরুষ (৫৭), গুপ্তপাড়ার এক চিকিৎসক (৩৫), এক নারী (৩৪), এক শিশু (১০), ধাপ লালকুঠির এক পুরুষ (৫২), ধাপের এক বৃদ্ধ (৮৩), পীরগাছার এক যুবক (২৬), অনন্তরামের এক পুরুষ (৩৩)।
কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের এক পুরুষ (৩০), সদরের এক যুবক (২৬), নাগেশ্বরীর এক নারী (৪৫)।
লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৩), কালিগঞ্জের এক পুরুষ (৪৫)।
বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ২৫১ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ২৪ জন। মারা গেছেন ৭৩ জন।