রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৫ আক্রান্ত ব্যক্তি শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২০ জন, কুড়িগ্রামের ৩ জন ও গাইবান্ধার ২ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, তাজহাট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি’র এক চিকিৎসক (৪১), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার এক বৃদ্ধ (৬০), কটকিপাড়ার এক নারী (৫২), গঙ্গাচড়ার এক বৃদ্ধ (৬০), মিঠাপুকুর শঠিবাড়ির এক নারী (৩৬), রংপুর নগরীর বাসিন্দা এক নারী (৫৯), মুলাটোল পাকারমাথার এক পুরুষ (৪৬), কামারপাড়ার এক নারী (২৮), কুকরুলের এক পুরুষ (৩২), কেরানীপাড়ার এক বৃদ্ধ (৬০), এক যুবক (২৬), বুড়িরহাটের এক পুরুষ (৫২), মুন্সিপাড়ার এক কিশোর (১৭), গোমস্তপাড়ার এক নারী (৩৬), ডক্টরস্ ক্লিনিকের এক পুরুষ (৫২), কামাল কাছনার এক নারী (৫৮), এক বৃদ্ধা (৯৮), জুম্মাপাড়ার এক পুরুষ (৪৫), পীরগঞ্জ ওসমানপুরের এক পুরুষ (৪৯) ও পীরগাছা পারুল কিশামতের এক পুরুষ (৩০)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৫৩), এক যুবক (২৮) ও উলিপুর ধামশ্রীনির এক নারী (২১)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা কাচারী বাজারের এক পুরুষ (৫৯) ও সাঘাটা বোনারপাড়ার এক নারী (২৮)।
মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৪২৬ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৯১৬ জন ও মারা গেছেন, ৫৬ জন।