রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৬ আক্রান্ত ব্যক্তি শনাক্ত
স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৬ জন, গাইবান্ধার ৫ জন, কুড়িগ্রামের ৪ জন ও নীলফামারীর ১ জন রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, রংপুর নগরীর এক কিশোরী (১৭), এক যুবক (২৮), এক বৃদ্ধ (৬০), গঙ্গাচড়ার এক পুরুষ (৫০), পীরগাছার এক নারী (৩২), বদরগঞ্জের এক শিশু (৫), গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৩৮), কুড়িগ্রামের এক নারী (৫০) ও নীলফামারী সৈয়দপুরের এক শিশু (৩)।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, নগরীর থানা মোড়ের এক নারী (৩৮), সোনালী ব্যাংকের এক পুরুষ (৪০), এক নারী (৪২), নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক বৃদ্ধ (৭২), হাজীপাড়ার এক নারী (২৩), এক ব্যক্তি (৩২), কামারপাড়ার এক নারী (৪৮), ক্যান্টপাবলিকের এক যুবক (২১), সেনপাড়ার এক পুরুষ (৩০), পীরগঞ্জের এক পুরুষ (৩২) ও বদরগঞ্জের এক পুরুষ (৩৪)।
গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদরের এক পুরুষ (৪৫), তুলশীঘাটের এক বৃদ্ধ (৬৫), সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩১), ফুলছড়ি উদাখালীর এক বৃদ্ধ (৬৫), কুড়িগ্রাম চিলমারীর এক নারী (৩৮) ও এক শিশু (৭)।
মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৭১৯ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৯২ জন ও মারা গেছেন, ৬২ জন।