রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৮ জন শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২০ জন, গাইবান্ধার ৪ জন, কুড়িগ্রামের ২ জন, দিনাজপুর ও লালমনিরহাটের একজন করে রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সদরের এক বৃদ্ধ (৬৫), দিনাজপুর চিরিরবন্দরের এক শিশু (৬) ও লালমনিরহাটের এক বৃদ্ধা (৬০)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এক যুবক (২১), অপর যুবক (২৮), রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক চিকিৎসক (৩৭), নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৩৪), সেনপাড়ার এক পুরুষ (৩৫), আলমনগরের এক পুরুষ (৫০), এক বৃদ্ধা (৬৮), আজিজুল্লাহর এক পুরুষ (৪৮), জুম্মাপাড়ার এক নারী (৫৬), সাতগাড়ার এক নারী (৫৫), সূত্রাপুরের এক নারী (৩৪), খলিফাপাড়ার এক পুরুষ (৫০), ক্যাডেট কলেজের এক পুরুষ (৩০), মর্ডাণ মোড়ের এক নারী (২১), খলিফাপাড়ার এক নারী (৪৫), কেরানীপাড়ার এক বৃদ্ধা (৬৭), মাস্টারপাড়ার এক যুবক (১৯), মিঠাপুকুরের এক যুবক (২৬), মিঠাপুকুর কদমতলার এক পুরুষ (৪০) ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী (৫২)।
গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সদর খানকা শরীফের এক শিশু (৫), সদরের এক পুরুষ (৩২), গোবিন্দগঞ্জ চাষকপাড়ার এক নারী (৪২) এবং কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫৭) শনাক্ত হয়েছেন।
শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৫৮২ জন, সুস্থ্য হয়েছেন ৪ হাজার ১৫৪ জন। মারা গেছেন ৭৮ জন।