শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন সড়কে
গণপরিবহন অর্ধেক করে দিলে মানুষদের মাঝে দুরত্ব থাবে না।

নিউজডোর ডেস্ক ♦ গণপরিবহনের শতভাগ যাত্রী নিয়ে সড়কগুলোতে আবারও চলতে শুরু করেছে গণপরিবহন। বুধবার (১১ আগস্ট) ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে শুরু করে।
তবে এবার অর্ধেক গণপরিবহন সড়কে নামিয়ে শতভাগ যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
তবে রাস্তায় অর্ধেক গাড়ি চলাচল নির্ণয় করা কঠিন হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত হোসেন উল্ল্যাহ।
তিনি বলেন, প্রজ্ঞাপনে বলা হয়েছে মোট পরিবহনের অর্ধেক চলাচল করবে। এক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চালাচ্ছে দেশব্যাপী এ বিষয়টি নির্ণয় করা একদিকে যেমন কঠিন হবে অন্যদিকে শ্রমিকরাও বেকার থাকবে। তাদের কষ্ট লাঘব শেষ হবে না। মাকিরাও ব্যবসায়িকভাব চরম ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে একজন যাত্রী বলেন, এ কেমন সিদ্ধান্ত নিয়েছে সরকার! গণপরিবহন অর্ধেক করে দিলে তো মানুষদের মাঝে দুরত্ব থাবে না। এতে করে করোনা আরও বেশি ছড়াবে। এ সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাচ্ছি।