সংক্রমণ সন্তোষজনকভাবে কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে: শিক্ষামন্ত্রী
এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুললে কোনও অভিভাবক, সন্তানদের পাঠাতে চাইবে না
নিউজডোর ডেস্ক ♦ দেশে করোনা সংক্রমণ সন্তোষজনকভাবে কমে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ, আমরা সেই অনুযায়ীই এগোচ্ছি। সংক্রমণ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
এসময় তিনি বলেন, এই সময় যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয় তবে, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে না। আমরা কেউ চাইব না আমাদের সন্তানদের কোনও ক্ষতি হোক। কিংবা অন্যকারো সন্তানের ক্ষতি হোক। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে করোনা সংক্রমন কমিয়ে আনা সম্ভবভ এক্ষেত্রে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।