স্কুল শিক্ষার্থীরাও পাবে ফাইজার-মর্ডানার টিকা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পদ্ধতি অবলম্বন করা হবে
নিউজডোর ডেস্ক ♦ দেশে এখন পর্যন্ত ১৮ বছরের বেশি বয়সীদের করোনার টিকা প্রদান করা হলেও স্কুল শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার চিন্তা করছে সরকার। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্কুলগামী শিশুদের যুক্তরাষ্ট্রের ফাইজার ও মর্ডানার টিকা দেয়া হবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার তেজগাওঁ মহিলা উচ্চ বিদ্যালয়ে নার্সিং মিসওয়াইফারি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি এসময় বলেন, ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের যেকোন টিকা দেয়া যাবে। তবে এর নিচে যাদের বয়স তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দেশে আমরা দেখেছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে তারা ফাইজার এবং মর্ডানার টিকা দিয়েছে। টিকাদান কার্যক্রম শুরু হলে তাদের পদ্ধতিটা ফলো করতে হবে।