সুন্দরবনের আয়তন বাড়ছে: প্রধানমন্ত্রী
নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সুন্দরবন সম্প্রসারিত হচ্ছে। এছাড়াও সুন্দরবনে বাঘের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। বুধবার সংরক্ষিত আসনের বেগম সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সুন্দরবনে বাঘের বৃদ্ধির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে ২০১৫ সালে বাঘ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালের শুমারিতে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টিতে।
সরকার সুন্দরবন ও এর জীববৈচিত্র রক্ষার বিষয়ে সবসময় আন্তরিক ও বদ্ধপরিকর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে যে পদক্ষেপেই নেওয়া হোক না কেন সুন্দরবন এবং এর জীববৈচিত্র যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া তিনি সুন্দরবন বিষয়ে আরও বলেন, বনটির আয়তন বৃদ্ধির জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যেগ নিয়েছে। একই সাথে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্যপ্রানীদের রক্ষায় বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিংসহ নানবিধ ব্যবস্থা নিয়েছে।