স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে আহমেদ মওদুদের দেশের গান 'মাটির পাহারাদার '

নিউজডোর বিনোদন ডেস্ক ♦ স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গোবৃত্ত এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে 'মাটির পাহারাদার ' শিরোনামে একটি দেশের গান। আহমেদ মওদুদের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী সোহাগ রহমত।
গানের সঙ্গীতায়োজন করেছেন রাশেদুজ্জামান রাশেদ।গানের মিউজিক ভিডিও পরিচালনা করেন হান্নান হিরোন।
গানের কথা ও সুর প্রসঙ্গে আহমেদ মওদুদ বলেন, 'গানটিতে বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্যের পাশাপাশি জাগরণের দিকটি তুলে ধরার চেষ্টা করেছি এবং গানের কথা ও সুর উৎসর্গ করেছি স্বাধীনতার পূর্ব থেকে বর্তমান পর্যন্ত দেশপ্রেমের জন্য বলিদান হওয়া সকল সূর্যসন্তানকে। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে ১৮ মার্চ ইউটিউবে গানটি রিলিজ দেওয়া হবে।