সোমবার সারথির ৫০তম প্রতিষ্ঠা দিবস
স্টাফ রিপোর্টার ♦ ২৫ জানুয়ারি সারথি একাডেমীর ৫০তম প্রতিষ্ঠাদিবস। ১৯৭২ সালের এই দিনে রংপুরের আদি শহর মাহিগঞ্জের পূর্ব খাসবাগে সেবা সংসদ নামে এই নাট্য সংগঠনের কার্যক্রম শুরু হয়। ঐতিহ্যবাহী রংপুর টাউন হলের পাশাপাশি বৃহত্তর রংপুরের বিভিন্ন উপজেলা, জাতীয় নাট্যোৎসবসহ দেশের বিভিন্ন জেলার নাট্যোৎসবে সারথি প্রতিষ্ঠাতাসম্পাদক ও দলীয় নাট্যকার সিরাজুল ইসলাম সিরাজ রচিত নাটকের প্রদর্শনী করে সফলতার সাথে।
নাট্যকর্মের পাশাপাশি সারথি স্থানীয়ভাবে সামাজিক বিভিন্ন কার্যক্রমে সাধ্যমত অংশ নিয়ে আসছে। সাতমাথা শহীদ মিনার এবং হাজী এমারত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সারথির সাংগঠনিক তৎপরতার ফসল। স্থানীয় নাট্যকারদের মঞ্চায়িত নাটক সংরক্ষণের লক্ষ্যে ‘রংপুরের নাটক’ শিরোনামে ৩ খন্ডের প্রকাশনাসহ ৬টি প্রকাশনা রয়েছে সারথির। লাইলী-জালাল ফাউন্ডেশনের সহযোগিতায় ‘মোনাজাতউদ্দিন স্মৃতি পাঠাগার’ পরিচালনা করা হয় সাতমাথাস্থ সারথি কার্যালয়ে।
করোনাকাল বিবেচনায় প্রতিষ্ঠাদিবসে সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় প্রয়াত সদস্য-শুভাকাঙ্খীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।