হঠাৎ আইসিসির নিয়মে পরিবর্তন, গ্রুপ বিভ্রাটে বাংলাদেশ
তাহলে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হচ্ছে কারা
টুর্নামেন্ট শুরুর তিনদিন পর নিয়মে হঠাৎ পরিবর্তন আনল আইসিসি। সমর্থকদের মাঝে প্রশ্ন ছিল বাংলাদেশ সুপার টুয়েলভে উঠলে কোন গ্রুপে পড়বে। বিষয়টি আগে জানিয়ে রেখেছিল আইসিসি, বাছাইপর্বে কোয়ালিফাই করতে পারলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বি গ্রুপ। যে গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
তবে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ যদি গ্রুপ বি তে যেতে চায় তবে তাদের বাছাই পর্বের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে। যদিও তা এখন খুবই কঠিন বিষয়। আর যদি বাংলাদেশ বাছাইপর্বে রানার আপ হয় তবে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এ। যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মত দল।
বুধবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা আইসিসি।