জিয়ার চেয়ে খালেদা একধাপ এগিয়ে: সংসদে প্রধানমন্ত্রী
খালেদা একধাপ উপরে গিয়ে জনগণের সংসদে এনে একজন খুনীকে বসান

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী মেখ হাসিনা ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া একধাপ এগিয়ে উল্লেখ করে বলেন, ১৫ আগস্টের খুনিদের জিয়াউর রহমান যেমন ইনডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন তেমনি খালেদা জিয়া আরও একধাপ উপরে গিয়ে জনগণের সংসদে এনে একজন খুনীকে বসান।
প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালের ভোটারবিহীন নির্বাচনে চান্দিনা থেকে রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসেন খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতার আসনে বসান। চুয়াডাঙ্গা থেকে হুদাকেও (বঙ্গবন্ধুর অপর খুনি) সংসদ সদস্য করে নিয়ে আসা হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।