তিন ফসলী জমিতে কোন প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ দেশের তিন ফসলী জমিতে কোনো ধরণের উন্নয়ন প্রকল্প না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়তি বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাছ থেকে তিন ফসলী জমিতে উন্নয়ন ও স্থাপনা তৈরির জন আবেদন পাওয়া যাচ্ছে। সোলার প্যানেল থেকে শুরু করে ভবন তৈরির প্রস্তাব দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা যে এই তিন ফসলী জমিগুলোতে নষ্ট করা যাবে না। এগুলো সংরক্ষণ করতে হবে।