পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ
জামিন নামমঞ্জুর

নিউজডোর ডেস্ক ♦ রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটে শুনানি শুরু হয়। এর আগে দ্বিতীয় দফায় দুপুরে দুইদিনের শেষে পরীমণিকে আদালতে নেয়া হয়। সোয়া তিনটায় রায় আসে।
পরীমণিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডির কর্মকর্তা।
অন্যদিকে পরীমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী, মজিবুর রহমানসহ আরও কয়েকজন জামিন চেয়ে আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল পরীমণিকে কারাগারে রাখার আদেশ দেন।