মাদকসহ আটক হওয়া বেরোবি’র দুই কর্মচারী কারাগারে
স্টাফ রিপোর্টার ♦ মাদকদ্রব্যসহ আটক হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এরা হলো, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মনোয়ার হোসেন (৩৮) ও আতিক হাসান (২৮)। দায় স্বীকার করায় মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নগরীর পাশে দমদমা ব্রীজের কাছে পুলিশী চেকপোস্টের কাছে মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করা হলে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানি বলেন, ২ জন কর্মচারী গাঁজাসহ ধরা পড়েছে বলে জেনেছি। কোন অপরাধীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দেবে না। আইন অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখানে আমার বলার কিছু নেই।
তাজহাট থানার ওসি আকতারুজ্জামান প্রধান বলেন, তাদের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।