রংপুরে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪’শ ৪৭
নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৭ দশমিক ৩

এহসানুল হক সুমন ♦ রংপুর বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরে ১ জন, লালমনিরহাটে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন ও দিনাজপুরের ২ জন রয়েছে। এনিয়ে রংপুর বিভাগে করোনায় মারা গেলেন, ৪৯৫ জন। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আবু জাকিরুল ইসলাম।
তিনি আরও জানান,গত ২৪ ঘন্টায় ১ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৭ দশমিক ৩ ভাগ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫২০ জন ও সুস্থ্য হয়েছেন, ১৯ হাজার ৩৯২ জন।