রমেকে নমুনা পরীক্ষায় আরও ১২ আক্রান্ত ব্যক্তি শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১০ জন, গাইবান্ধার ২ জন রয়েছে।
নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দা এক শিশু (১), মিঠাপুকুরের এক বৃদ্ধ (৭৬), সদরের এক পুরুষ (৪৫), নগরীর ইসলামবাগের এক পুরুষ (৫৮), এক নারী (১৮), গুপ্তপাড়ার এক বৃদ্ধ (৬০), সাতগাড়ার এক বৃদ্ধ (৬৭), পাশারীপাড়ার এক পুরুষ (৩৫), ১৬নং ওয়ার্ডের এক নারী (৪০), ২৪নং ওয়ার্ডের এক বৃদ্ধ (৭২), গাইবান্ধা ফুলবাড়ির এক পুরুষ (৪৯) ও গাইবান্ধা পূর্ব পিয়ারারের এক পুরুষ (৪৩)।
মঙ্গলবার ১৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৮৮৯ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৩৩০ জন ও মারা গেছেন ৬৬ জন।