রংপুরে ভাসমান-ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র নিয়ে ট্রাই ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে অসহায়-ভাসমান ও ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুর সিটি কলেজ প্রাঙ্গনে দুই শতাধিক সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি মনাব্বর হোসেন মনা, শিক্ষক ও সাংবাদিক সিদ্দিকুর রহমান, হাশেম আলী, সাংবাদিক জাহাঙ্গীর কবির জিতু, ফরহাদুজ্জামান ফারুক, এহসানুল হক সুমন।
উন্নতমানের শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে সুবিধাভোগী শফিকুল, আমেনা বেগমসহ অন্যরা বলেন, শীতের চিন্ত্যা কমি গ্যালো বাহে। মোটা কম্বল পাছি, এ্যালা জার না নাগবে।
শীতবস্ত্র বিতরণ শেষে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এই তীব্র শীতে নাজেহাল অবস্থায় রয়েছেন নিম্ন আয়ের মানুষজন। ট্রাই ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে সত্যিই এটি প্রশংসার দাবি রাখে। ট্রাই ফাউন্ডেশনের মতো আমাদের রংপুরে অনেক সক্ষম সংগঠন, ব্যক্তি রয়েছেন, যারা এই শীতে অসহায়দেরকে উষ্ণ ভালোবাসা দিয়ে পাশে দাঁড়াতে পারেন। তাদের প্রতি আমার আহ্বান রইল যতটুকু পারেন, এই শীতে উষ্ণ ভালোবাসা নিয়ে দুস্থদের পাশে দাঁড়ান।
এর আগে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) নগরীর উত্তম এলাকায় ভাসমানদের মাঝে শীতবস্ত্র প্রদান করে ট্রাই ফাউন্ডেশন। ট্রাই ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র প্রদান করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক সাব্বির আহমেদ, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী। এসময় উপস্থিত ছিলেন, রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, নিউজডোরের স্টাফ রিপোর্টার নভেল চৌধুরীসহ অন্যরা।