রাঙ্গাকে মনোনয়ন দেয়া হলে আমাকে কেন নয়: জাকির
নিউজডোর ডেস্ক : আকুতি-মিনতি করেও মনোনয়ন ফিরে পেলেন না মিঠাপুকুর উপজেলার সাবেক চেয়ারম্যান, আওয়ামী নেতা, রংপুর (মিঠাপুকুর)- ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। এসময় রংপুরে ৬টি আসনে মোট ৩৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১০ জন প্রার্থীর। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জেলার ৬টি সংসদীয় আসনে মোট বৈধ ও বাতিল প্রার্থীর সংখ্যা ঘোষণা করেন। মামলা সংক্রান্ত তথ্য গোপনের দায়ে যাচাই-বাছাই কার্যক্রমে মনোনয়ন স্থগিত করা হয় রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। মনোনয়ন ফিরে পেতে নিস্পত্তি হওয়া ওই মামলা সংক্রান্ত তথ্যকে তুচ্ছ কারণ উল্লেখ করে সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আকুতি-মিনতি জানান। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী মনোনয়নপত্রে তথ্য গোপন প্রমাণিত হওয়ায় জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে জাকির হোসেন সরকার বলেন, রিটার্নিং কর্মকর্তা চাইলেই আমার মনোনয়ন বৈধ ঘোষণা করতে পারতেন। রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়নও একই কারণে স্থগিত করা হয়েছিলো, কিন্তু তার মনোনয়ন বৈধ করা হয় কিন্তু আমারটা করা হলো না। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন,নির্বাচন কমিশন প্রদত্ত বিধি-বিধান অনুসারে যাচাই-বাছাই কার্যক্রমে ৩৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং বাতিল হয়েছে ১০ জনের। স্বল্প ত্রæটিযুক্ত মনোনয়নপত্র সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছিল। যারা ত্রæটি কাটিয়ে উঠতে পেরেছেন তাদের মনোনয়ন বৈধ হয়েছে, আর যারা পারেন নাই তাদের মনোনয়ন বাতিল হয়েছে। উল্লেখ্য, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে ১১ জনের মনোনয়ন বৈধ ও একজনের বাতিল, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে) ৩ জনের বৈধ ও ৩ জনের বাতিল, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে ৮ জনের বৈধ ও এক জনের বাতিল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ৪ জনের বৈধ, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৮ জনের বৈধ ও একজনের বাতিল, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৫ জনের বৈধ ও ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।