রংপুর সিটি নির্বাচন: আ.লীগ প্রার্থী ডালিয়ার জামানত বাজেয়াপ্ত
কোনও প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়
নভেল চৌধুরী ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংরক্ষিত আসনের এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ২২৯টি ভোটকেন্দ্রে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) পেয়েছেন, ১ লক্ষ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট, আওয়ামী লীগের বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ লতিফুর রহমান মিলন (হাতি) ৩৩ হাজার ৮৮৩ ভোট, আওয়ামী লীগের অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচনী বিধিমালা ২০১০ এর ৪৪নং ধারানুযায়ী, কোনও প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হবে। অর্থ্যাৎ ২২ হাজার ৪৭৮টি ভোট পেলে ডালিয়া জামানত ফেরত পেতেন। ১৭২ ভোট কম থাকায় কম থাকায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়।
এছাড়াও, আওয়ামী লীগের বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ লতিফুর রহমান মিলন (হাতি) ৩৩ হাজার ৮৮৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলাম (গোলাপ ফুল) ৫ হাজার ৮০৯ ভোট, জাসদের শফিয়ার রহমান (মশাল) ৫ হাজার ১৩৮ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেওয়াল ঘড়ি) ২ হাজার ৮৬৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট পাওয়ায় তাদেরও জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।