লাদাখে চীনকে মোকাবিলায় কে-৯ বজ্র আনল ভারত
সংঘর্ষের পরও লাদাখে সেনা মোতায়েনসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন

চীনকে মোকাবিলায় লাদাখ সীমান্তে ‘কে-৯ বজ্র’ কামান মোতায়েন করেছে বারত। শনিবার (৯ অক্টোবর) ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে এতথ্য নিশ্চিত করেছেন। খবর: হিন্দুস্তান টাইমস।
সেনাপ্রধান জানান, সীমান্তে কে-৯ বজ্র কামানের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে।
গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরও লাদাখে সেনা মোতায়েনসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন। এর পাল্টা জবাবে তৎপরতা শুরু করে ভারতও। সেই ধারাবাহিকতায় এবার কামান মোতায়েস করল ভারত।