সৌদি আরব প্রবেশে ৯ দেশের নিষেধাজ্ঞা
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ সৌদি আরব প্রবেশে মোট ৯টি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো হলো: ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।
দেশটির পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, যদি কেউ ওই দেশগুলো থেকে সৌদি আরব আসতে চান, তাদেরকে দু’সপ্তাহের জন্য অন্য কোনো দেশে কোয়ারেন্টিনে থাকতে হবে।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ২০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। তখনও এই ৯ দেশ নিষেধাজ্ঞার আওতায় ছিল।
সূত্র: সৌদি গেজেট।