ভেঙ্গে দেয়া হলো পাকিস্তানের সংসদ
নিউজডোর ডেস্ক ♦ পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার আাবেদনে সই করেছেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। যার ফলে সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৩ দিন আগেই দেশটির নিম্ন কক্ষ জাতীয় পরিষদ ভেঙ্গে দেয়া হলো। এসময়ে ফেডারেল মন্ত্রীসভাও কাজ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর জিও নিউজ টিভির।
পাকিস্তানের রাষ্ট্রপতি ভবন অনুসারে, রাষ্ট্রপতি আরিফ আলভি দেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর অনুরোধে অনুমোদন দিয়েছেন।
দেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর সুপারিশের ৪৮ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি যদি জাতীয় পরিষদ ভেঙে দিতে ব্যর্থ হন, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে।