প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনায় ১০ জোড়া বিশেষ ট্রেন ও ৬ ফেরি
নিউজডোর ডেস্ক ♦ আজ সোমবার খুলনা সফরে যাবেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের আগমণ উপলক্ষে দুটি ঘাটে ১০ জোড়া বিশেষ ট্রেন ও ৬টি নতুন ফেরির ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এসব ট্রেন নওয়াপাড়া, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, মোবারকগঞ্জ ও কুষ্টিয়া থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ১০ জোড়া নতুন ট্রেন খুলনায় আসবে। শুধুমাত্র আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলবে।
এদিকে যাত্রী পারাপারের সুবিধার্থে রূপসা ঘাটে ৫টি এবং জেলখানা ঘাটে একটি নতুন ফেরি চলাচল করছে।
খুলনা সড়ক ও গণসড়ক অধিদফতরের (ফেরি) নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য নদীপথে আগের চারটি ফেরির সঙ্গে আরও ছয়টি নতুন ফেরি যুক্ত করেছি।