বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে আটক ছাত্রদল নেতা

নিউজডোর ডেস্ক ♦ বাসে আগুন দিতে গিয়ে র্যাবের কাছে হাতেনাতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর আবদুল্লাহপুরে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, বাসে অগ্নিসংযোগের সময় গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।
র্যাব-১ এর পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, আব্দুল্লাহপুর থেকে মিরপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাসে ওঠেন দুই ব্যক্তি। এ সময় বাসে একজন চালক ছিলেন এবং চালকের সহকারী যাত্রীদের বাইরে থেকে ডাকছিলেন। এ সময় বাসে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে দুজন। এরপর আশেপাশে থাকা র্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করে।