রংপুর মেট্রো পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে তাজহাট থানাধীন মডার্নমোড় আজাদ হোটেলের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দুলালী এলাকার মৃত আবু বকর সিদ্দিকের পূত্র নুর আলম (২০) কে এক কেজি গাঁজাসহ আটক করে আরপিএমপি।
আরপিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।