উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত থাকবে কি না জানাল

নিউজডোর ডেস্ক ♦ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রথম ধাপের দেড়শ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর গতকাল রাতে এ সিদ্ধান্ত নেয় দলটি।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের একতরফা ভূমিকার কারণে এর আগে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে বিএনপি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। আগামী ৮ মে থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের সব পর্যায়ের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের আমলে দেশে জাতীয় ও স্থানীয় সরকারের কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।