সরকার হিরো আলমকে পিটিয়ে প্রমাণ করেছে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জাহিদ
রংপুরে বিএনপি’র পদযাত্রায় উত্তপ্ত নগরী
স্টাফ রিপোর্টার ♦ এক দফা’র দাবিতে উত্তপ্ত রংপুরে সমাবেশের প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার তার নিজ দলীয় প্রার্থীকে জয়ী করতে মরিয়া হয়ে ঢাকা উপ-নির্বাচনে সরকার স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করার জন্য শক্তি প্রয়োগ করেছে। একজন নিরীহ স্বতন্ত্র প্রার্থী’র ক্ষেত্রে সরকার এমন দলীয় আচরণ করতে পারে তাহলে, বৃহৎ প্রতিপক্ষ দলের শক্ত প্রার্থীর ক্ষেত্রে কি করবে এটা আপনারাই বুঝে নেন। আইন শৃঙ্খলা বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে নিরাপত্তা দেয়ার কথা থাকলেও, তা না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হিরো আলমকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা পিটিয়ে লাঞ্চিত করেছে। আর তাদের মদদ দিয়েছে পুলিশ বাহিনী। স্পষ্ট করে প্রমাণ করে দিয়েছে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবির পদযাত্রায় মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রংপুর জেলা ও মহানগর বিএনপি’র নেতাকর্মীদের বিশাল মিছিল নগরীর শাপলা চত্ত¡র থেকে প্রেসক্লাব-জাহাজ কোম্পানী মোড় এলাকা প্রদক্ষিণ করে নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সমাবেশে মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদ ভরসা, আমিনুল ইসলাম রাঙ্গাসহ অন্যরা। সমাবেশে প্রধান অতিথি বলেন, আমাদের সাথে আজ সারাদেশে ৩৪টি দল এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। জনগণ তাদের অধিকার ফেরত চায়। বিএনপি একের পর এক তাদের শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে চলেছেন। কিন্তু আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, সন্ত্রাসী, পুলিশ কিছু কিছু জায়গায় হামলা করে অরাজকতার সৃষ্টি করছে। আর মিথ্যার আশ্রয় নিয়ে তারা প্রতিপক্ষ দলের ওপর দোষারোপ করছে। আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকলের একটি দাবী, শেখ হাসিনার পতন।