রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে: প্রধানমন্ত্রী
নিঃস্ব দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার বড় আনন্দ

নিউজডোর ডেস্ক ♦ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সারাদেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে বলে জানান তিনি। নিম্নবিত্তদের ভর্তুকি মূল্যে পণ্য দেয়া হচ্ছে।
বুধবার (৩০ মার্চ) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা াশ্রিয়ণ প্রকল্পের ঘর নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘরবাড়িহীন দুস্থ মানুষ নিজস্ব ঠিকানা পেয়েছেন। ঘর পাওয়ার এ ঠিকানাহীন মানুষের আনন্দঅশ্রু আমাকে ছুঁয়ে যায়। নিঃস্ব দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার বড় আনন্দ। তাদের আনন্দঅশ্রু দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানান প্রধানমন্ত্রী।