নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রংপুরে নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের সংলাপ
নভেল চৌধুরী ♦ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রংপুরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে ডেমোক্রেসি ওয়াচ’এর আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলীম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, দিনাজপুর বিএনপি’র সহ-সভাপতি শাহিন সুলতানা বিউটি অপরাজিতা নেটওয়র্কের বিভাগীয় সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরাসহ অন্যরা। আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, অপরাজিতার কর্মসূচি সমন্বয়কারী ফিরোজ নুরুন-নবী যুগল, দিনাজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাসহ রংপুরের বিভাগের নারী জনপ্রতিনিধি অপরাজিতাগণ।
সংলাপে বক্তারা বলেন, রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল স্তরের কমিটিতে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য রাখারা বিধান থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বরং বর্তমানে নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করছে। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে পুরুষদের তুলনায় নারীরা এগিয়ে রয়েছে। তবুও আজ রাজনীতির ময়দানে নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
অপরাজিতারা বলেন, দেশের রাজনীতিতে নারীদের ভ‚মিকা অনেক রয়েছে। দেশের প্রধানমন্ত্রীও একজন নারী। এছাড়াও দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারীরা সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবুও আমাদের সক্ষমতার ওপরে বারবার প্রশ্ন তোলা হয়। আমাদের মূল্যায়ন করা হয় না। কিন্তু ইতিহাস সাক্ষী নারীরা সবসময় তাদের সক্ষমতার প্রমান দিয়ে গেছেন।