আসন্ন দূর্গা পূজাকে নির্বিঘ্ন করতে রংপুর মেট্রো পুলিশের দশটি নির্দেশনা
স্টাফ রিপোর্টার ♦ আসন্ন দূর্গা পূজাকে নির্বিঘ্ন করতে দশটি দিক-নির্দেশনা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এগুলো হলো, নিরাপদ বেষ্টনীর মধ্যে প্রতিমা নির্মাণ করা, প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, রাতে পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ইভটিজিং এড়াতে পুরুষ ও মহিলা আলাদাভাবে মন্ডপে প্রবেশে ও বাহির হওয়ার ব্যবস্থা করা, মাদক কিংবা ডিজে পার্টিকে নিরুসাহিত করা, মন্ডপের আশপাশে দোকান না বসানো, ধর্মীয় অবমাননাকর কোন পোস্ট বা গুজবের কথা হলে অবশ্যই পুলিশকে জানানো, পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকদের নাম ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট থানায় পাঠানো এবং পুলিশের কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিসের নম্বর রাখা, আজান কিংবা নামাজের সময় গান-বাজনা বা অসুবিধা সৃষ্টিকারী শব্দ করা থেকে বিরত থাকা, রাত ৮টার মধ্যে অবশ্যই প্রতিমা বিসর্জন করা। রংপুর পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে রবিবার বিকেলে সভায় এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান। এ সময় পুলিশ কমিশনার পূজা উদযাপন কমিটির প্রস্তাবনা শুনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। সেই সাথে তিনি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি কমিটি গঠনের আহ্নবান জানান। এতে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দীক, কাজী মুত্তাকি ইবনু মিনান, আবু মারুফ হোসেন, মেনহাজুল আলমসহ পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্য আইন শৃঙ্খলা বাহিনী, নেসকো, ডেসকো, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা। রংপুর নগরীতে আসন্ন দূর্গা উৎসবে ১৫৭টি স্থানে পূজা মন্ডপ স্থাপিত হবে।