ফুলবাড়ীতে বিলুপ্ত প্রায় প্রজাতির শকুন উদ্ধার
অসুস্থ থাকায় শকুনটিকে চিকিৎসার আওতায় নেওয়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রায় প্রজাতির শকুন উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত শকুন অসুস্থ থাকায় অবমুক্ত না করে সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বন বিভাগে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী উপজলো বন কর্মকর্তা নবীর উদ্দিন। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দখানা এলাকার আমতলা বাজার সংলগ্ন মাঠ থেকে ধান শুকানো আটকে পড়ে শকুনটি। পরে সেখান থেকে আহম্মদ আলী নামে এক ব্যক্তি উদ্ধার করে কটিচন্দ্রখানা এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসলে মুহুর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে যায়। আহম্মদ আলীর বাড়িতে ভীড় জমান এ শকুনটিকে দেখতে আসা লোকজন। ওই এলাকার আব্দুল আজিজ জানান, ১৫-২০ বছর আগে এ শকুনটিকে দেখা যেত। আজ অনেক বছর পর এ শকুনটিকে দেখলাম। ফুলবাড়ী উপজলো বন কর্মকর্তা নবীর উদ্দিন নিউজডোরকে জানান, ভারত থেকে এ শকুনটি উড়ে এসছে বলে ধারণা করা হচ্ছে। এ শকুনটি এখন বিলুপ্ত প্রায়। অসুস্থ থাকায় শকুনটিকে চিকিৎসার আওতায় নেওয়া হয়েছে।