আবারও বাড়ল আটা-ময়দার দাম
নিত্যপণ্যের দাম বাড়াবাড়ির যেন চলছে প্রতিযোগিতা
নিউজডোর ডেস্ক ♦ জ্বালানী বৃদ্ধির কারণে এক এক নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম যেন বেড়েই চলেছে। ২৮ টাকা কেজির আটা কয়দিন যাবৎ বিক্রি হয়েছে ৪৫-৪৮ টাকা কেজি দরে। তবে এবার এইদামেও আটা কিনতে পারবেন না জনসাধারণ। বর্তমান বাজারে আটা বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকা কেজি দরে আর প্যাকেটজাত আটা ৬০ টাকা ছুঁয়েছে। অন্যদিকে ময়দারও বেড়েছে দাম। কেজিতে ২-৫ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে খোলা ময়দার কেজি ৫৮ থেকে ৬০ টাকা এবং প্যাকেটজাত ময়দার কেজি ৬৫ টাকা।
শুক্রবার (১৯ আগস্ট) কারওয়ান বাজার, হাতিরপুলসহ রাজধানীর বেশকয়েকটি বাজার থেকে এসব তথ্য সংগ্রহ করে গণমাধ্যম।