আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ
আল্লাহর ইচ্ছায় আওয়ামী লীগ টিকে আছে।

নিউজডোর ডেস্ক ♦ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সমর্থন, ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর ইচ্ছায় আওয়ামী লীগ টিকে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও টিকে থাকবে। যিনি একথা বলেছেন তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারের বক্তব্য না। দলেরও বক্তব্য না। এটা পরিষ্কারভাবে সকলকে জানিয়ে দিতে চাই। এতে ভারতও লজ্জা পায়। কিভাবে আমরা একথা বলি। বন্ধু বন্ধু আছে। অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না কেউ।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে পলাশীর মোড়ে জন্মষ্টমীর শোভাযাত্রার বক্তব্য প্রদানকালে একথা বলেন কাদের।
তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধু দেশ। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সব সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছে। আমি বলতে চাই, ভারত আমাদের সুঃসময়ের বন্ধু।