রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বাজার করতে মোটর সাইকেলযোগে রওনা হয়েছিলো রাকিব

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ট্রাকের চাপায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রংপুর নগরীর ৯নং ওয়ার্ডের চান্দকুটি এলাকার আব্দুস সাত্তারের ছেলে রাকিব (২০)। সে সাহেবগঞ্জ কারিগরি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
হারাগাছ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সিটি বাজারের দিকে যাচ্ছিলো রাকিব। তিনি সকাল সাড়ে ৯টায় বাহার কাছনা ঈদগাহ মাঠ এলাকায় আসলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ট্রাকটি থানায় আনা হয়েছে।