রংপুর বিভাগে সর্বোচ্চ ভ্যাট দাতা যারা
তিন বিভাগে মোট ১৮ জনকে সম্মাননা প্রদান করা হয়
নভেল চৌধুরী ♦ জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলায় উৎপাদন, সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে ১৮ জন সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
- রংপুর বিভাগে এবছর ১৮ জন সর্বোচ্চ ভ্যাট দাতা প্রতিষ্ঠানগুলো হলো:
উৎপাদন বিভাগে: রংপুর জেলার মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরী, কুড়িগ্রামের সানলাইট ট্রেডিং এন্ড সার্ভিসেস লিমিটেড, গাইবান্ধার ইউনাইটেড ফুড কেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, ঠাকুরগাঁওয়ের গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নীলফামারীর সানিটা সিরামকি প্রাইভেট লিমিটড, লালমনিরহাটের মেসার্স স্বাধীন বিড়ি এন্ড সফল বিড়ি ফ্যাক্টরী।
ব্যবসায় বিভাগে সেরা ভ্যাট দাতা প্রতিষ্ঠানগুলো হলো, রংপুরের আরিফিন মটরস, কুড়িগ্রামের অন্তর বাজাজ, গাইবান্ধার মেসার্স ইরা বাজাজ, ঠাকুগাঁওয়ের মেসার্স কে.এম মটরস, দিনাজপুরের মেসার্স সুমাইয়া মটরস, পঞ্চগড়ের পঞ্চগড় মটরস, লালমনিরহাটের এ আর মটরস।
সেবা বিভাগে সেরা ভ্যাট দাতা প্রতিষ্ঠানগুলো হলো, রংপুরের গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড, কুড়িগ্রামের ঝন্টু মিষ্টান্ন ভান্ডার, গাইবান্ধার এস.কে.এস.ইন, ঠাকুরগাঁওয়ের মেসার্স করতোয়া কুরিয়ার পর্সেল এন্ড সার্ভিস, নীলফামারীর মেসার্স শাকিল মটরস।
উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আব্দুল মজিদ, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস রংপুর কর অঞ্চলের কমিশনার মোঃ আবুল কালাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফজলুল কবীর, রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ আরও অনেকে।