ধর্ম নিয়ে কটুক্তি করায় দিনাজপুরের যুবক গ্রেফতার
ইসলামকে একটি জঙ্গিবাদী ধর্ম আখ্যায়িত করে বিভিন্ন কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট
স্টাফ রিপোর্টার ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধে ধর্ম সংক্রান্ত একটি পোস্ট এর কমেন্ট বক্সে ইসলামকে একটি জঙ্গিবাদী ধর্ম আখ্যায়িত করে বিভিন্ন কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগ উঠেছে। যার একটি স্ক্রিনশট ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এতথ্য নিউজডোরকে নিশ্চিত করেছে রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সাজাদ হোসেন।
গ্রেফতারকৃত ছাত্র দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা সুজন পাল (২২)।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫ টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বড় পালপাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে রংপুরের তাজহাট থানায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।