গঙ্গাচড়ায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া ও রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম।
সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে সিদ্ধান্ত নেয়া হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।