রংপুরে হিমাগার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে গণঅনশন
স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগের হিমাগার মালিকদের একতরফা অতিরিক্ত ভাড়া অদায়ের প্রতিবাদে রংপুর জেলা ও বিভাগীয় আলু চাষী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণঅনশন কর্মসুচী পালন করা হয়েছে। রবিবার (২৬ মে) সকাল ৯টা থেকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসুচী পালন করা হয়। পরে বেলা ১টায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান অনশনরত আলু চাষীদের সামনে এসে তাদের বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন এবং পানি পান করিয়ে তাদের অনশন ভঙ্গ করান। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রাপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোঃ রোজাউল ইসলাম মিলন, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফিসহ রংপুর জেলা ও বিভাগীয় আলু চাষী ও ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ।