আজ আবুল মনসুর আহমেদের ৪২ তম মৃত্যুবার্ষিকী
নিউজডোর ডেস্ক ♦ আজ আবুল মনসুর আহমেদের ৪২ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৯ সালের ১৮ই মার্চ মৃত্যুবরণ করেন উপমহাদেশের প্রখ্যাত এ সাহিত্যিক ও রাজনীতিবীদ। তিনি আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রপথিক।
আবুল মনসুর আহমদ ১৮৯৮ সালে ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৯ সালে তিনি আইন কলেজ থেকে লেখাপড়া করে ময়মনসিংহে আইন পেশায় যুক্ত হন। ছাত্র অবস্থায় ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেন তিনি। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন। পরে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী হন। ১৯৪৬ সালে কলকাতা থেকে প্রকাশিত ‘ইত্তেহাদ' পত্রিকার সম্পাদক ছিলেন আবুল মনসুর। তৎকালীন ‘কৃষক’ ও ‘নবযুগ’ পত্রিকায়ও কাজ করেন তিনি। তাঁর আত্মজীবনীমূলক বিখ্যাত দুটি গ্রন্থ হচ্ছে ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’।