আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে দুই নারী বিচারকের মৃত্যু
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে দুই সুপ্রিম কোর্টের নারী বিচারক নিহত হয়েছেন। রোববার ভোরে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।
আফগানিস্তানের কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, দেশের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এ হামলা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আদালতের একজন মূখপাত্র আহমাদ ফাহিম কাইয়ূম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ভোরে গাড়িতে করে আদালতে আসার সময় ওই দুই বিচারকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। খবর:এনডিটিভি’র
কাইয়ুম বলেছেন, দুর্ভাগ্যক্রমে, আজকের হামলায় আমরা দুজন নারী বিচারককে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছেন।
দেশটির কাবুল পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।