ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা, ছাত্রলীগ নেতাসহ আটক: ৩
নিউজডোর ডেস্ক ♦ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়খালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এসময় ৩টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায়। এসময় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো কোম্পানীগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। তারা হলেন, হাসান ইমাম রাসেল (৪২), বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৬) ও বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের সেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ওহিদ উল্ল্যাহ দিার (৩২)। এরা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলপন্থী।