কঠোর স্বাস্থ্যবিধি মেনে বসছে কোরবানি পশুর হাট
এবছর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই পশুর হাট বসানো হবে।
নিউজডোর ডেস্ক ♦ স্বাস্থ্যবিধি মেনেই এবছর বসবে পশুর হাট্। আসন্ন ঈদ-উল-আজহায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্ধারিত স্থানে বসানো হবে পশুর হাট। এর বাইরে কোথাও পশুর হাট বসতে দেওয়া যাবেনা। রোববার (১৩জুন)এ তথ্য জানান স্থানী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশ্ববর্তী দেশ হওয়ায় আমাদের দেশেরও কিছু কিছু এলাকায় বিশেষ করে সীমান্ত এলাকায় এই ভেরিয়েন্ট দেখা দিয়েছে। তাই এবছর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই পশুর হাট বসানো হবে।
তিনি বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষ পশুর হাট বসানোর জন্য এবং পশু জবাইয়ের যে স্থান নির্ধারণ করবে, শুধু সেখানেই হাট বসবে। এর বাইরে কোরবানির পশুর হাট ও পশু জবাই করতে দেওয়া হবে না।