গঙ্গাচড়ার আলমবিদিতরে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
চোখে ছানি থাকা রোগীদের রংপুর দীপ আই কেয়ারে নিয়ে বিনামূল্যে অপারেশন ও ওষুধ খরচ দেওয়া হবে
গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নে শনিবার বিনামূল্যে ৫ শতাধিক দুঃস্থ ও গরীব মানুষকে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান আনিছের উদ্যোগে রংপুর দীপ আই কেয়ারের চিকিৎসকরা এ সেবা প্রদান করেন। আলমবিদিতর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চক্ষু শিবিরে ওই ইউনিয়নের ৫ শতাধিক মানুষ চক্ষু চিকিৎসা সেবা নেন। চক্ষু শিবিরের চিকিৎসকরা চক্ষু পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করেন। এছাড়াও চোখে ছানি থাকা রোগীদের রংপুর দীপ আই কেয়ারে নিয়ে বিনামূল্যে অপারেশন, কালো চশমা, যাতায়াত, ঔষধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান ওই প্রতিষ্ঠানের ফিল্ড অর্গানাইজার মো. ওমর শরীফ ।