জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধ করেছে তার প্রমাণ নেই: প্রধানমন্ত্রী
জিয়াকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়।
নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন তার কোনো প্রমাণ নেই। বৃহস্পতিবার (২৬আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী ও আ. লীগের সভাপতি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই। কারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সরাসরি সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, তিনি খুনি মোশতাকের মূল শক্তি ছিলেন।
তিনি জিয়া সম্পর্কে আরও বলেন, দেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনও বিশ্বাস করতেন না। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ার পরও জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনী র সদস্য হিসেবে কাজ করেছেন।