ডেল্টার পরে এবার ‘ডেল্টা প্লাস’ ধরন ফেলছে চিন্তায়
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনা ভাইরাসের সবচেয়ে বেশি শক্তিশালী ‘ডেল্টা’ ধরনের বিপদ যেতে না যেতেই ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াল ‘ডেল্টা প্লাস’ ধরন। এপর্যন্ত এই ডেল্টা প্লাস ধরনটি ভারতের ৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং ২২ জনের দেহে সংক্রমিত হয়েছে। আর এই ধরনটিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে বণর্না দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর: রয়টার্স।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইন্ডিয়ান সার্স-কোভ-২ কনসর্টিয়াম অন জিনোমিক্স জানিয়েছে যে ডেল্টা প্লাস আপাতত ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে আছে। এ ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রমণ ছড়াতে পারে। আর এই ভ্যারিয়েন্টের ফলে মনোকোনাল অ্যান্টিবডির (এক ধরণের অ্যান্টিবডি) প্রক্রিয়াও সম্ভবত কম হয়।
তবে শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন এবং রাশিয়াতেও ডেল্টা প্লাস ধরনের অস্তিত্ব পাওয়া গেছে।