দিনাজপুরে নেহা মহিলা উন্নয়ন সংস্থার স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
মোঃ আরমান হোসেন ♦ দিনাজপুরে নেহা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৩ এপ্রিল) রামনগর মদিনা মসজিদ মোড় নেহা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য, ঔষুধসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
নেহা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য, ঔষুধসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী বিতরণকালে নেহা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রানী পারভীন বলেন, আমরা যদি স্বাস্থ্য বিধি মেনে সচেতন হতে পারি তাহলেই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখতে পারবো। করোনা ভাইরাস যেভাবে দ্রুত বেড়ে চলেছে এই ভাইরাস থেকে নিজ পরিবার, সমাজ এবং দেশকে করোনার হাত থেকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। আমাদের সকলকেই পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে ও মাস্ক পরিধান অবশ্যই করতে হবে। এর কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সুধীবৃন্দ। অসহায় দরিদ্র মানুষের মাঝে ঔষধ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, সাবান, স্যাভলন, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়