রংপুরে বন্যা নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের কাজ শুরু
স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগে আসন্ন বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার (১২ এপ্রিল) এ তথ্য জানান পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান জ্যোতি প্রসাদ অধিকারী।
তিঁনি বলেন, করোনা আতংকে সবাই দিশেহারা। সরকার সাধ্যমতো চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। এমন সময় করোনা প্রকোপ বাড়ছে, যখন বন্যা রোধে আমরা বাঁধের দুর্বলতম স্থান চিহ্নিত করতে কাজ করে চলেছি। বাঁধের দুর্বলতম স্থান ঠিকমতো মেরামত করতে না পারলে বন্যায় ব্যাপক ক্ষতির আশংকা থাকে। তাই করোনার আতংক দুরে ঠেলে স্বাস্থ্যবিধি মেনে আমরা বেড়িয়ে পড়েছি বাঁধ পরিদর্শনে।
গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও এর বিভিন্ন সাইট পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান জ্যোতি প্রসাদ অধিকারী।