দিনাজপুর র্যাবের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক-১
এসময় একটি মোটরসাইকেলও জব্দ করে র্যাব-১৩

নিউজডোর ডেস্ক ♦ দিনাজপুর র্যাবের অভিযানে ২০০পিস ইয়াবা ও ৪ দশমিক ৩০ গ্রাম হেরোইনসহ একজন মাদকব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) গোপন সংবাদেও ভিত্তিতে এ অভিনা চালানো হয় বিরল থানাধীন ৫ নং বিরল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মহেশপুর এলাকায়।
গ্রেফতারকৃত ওই মাদকব্যবসায়ী কোতয়ালী থানাধীন শেখপাড়া হাউজিং মোড় এলাকার মো. ঘাবিবুল ইসলাম ওরফে পাপ্পু। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করে র্যাব-১৩।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।
তিনি নিউজডোর কে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরল থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।