দিনাজপুরে লিডস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
মোঃ আরমান হোসেন ♦ দিনাজপুরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন লিডস ফাউন্ডেশন। লিডস ফাউন্ডেশনের সাথে আপনারাও অবহেলিত শীতার্ত
মানুষের পাশে দাঁড়ান। শীতার্ত মানুষকে শীতবস্ত্র দান করুন। আপনার দেয়া শীতবস্ত্রে বেঁচে থাকবে অসহায় শীতার্ত মানুষ। প্রকৃতির সাথে আমরা লড়াই করে পারব না কিন্তু শীতার্তদের পাশে তো দাড়াতে পারব। এই শীতে গরীব অসহায় মানুষদের আমরা যে যা পারি তাই দিয়েই এদের পাশে দাঁড়াই। আপনার একটু সাহায্যের বাড়ানো হাত কিছু দুঃখী মানুষকে এই শীত থেকে বঁাচিয়ে দিতে পারে। আসুন আমরা একসাথে আমাদের মানবিক উষ্ণতা দিয়ে শীতার্ত মানুষদের শীত থেকে রক্ষা করি। প্রসারিত করি সাহায্যের হাত, রচনা করি মানবিক সম্প্রীতির সেতুবন্ধন।
১৩ জানুয়ারী বুধবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় লিডস ফাউন্ডেশন আয়োজনে এলইডিপি লট-১ এর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এ কথা বলেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন লিডস ফাউন্ডেশনের এলইডিপি লট-১ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রাশেদুল ইসলাম ও আরিফুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. রুবেল মিয়া, আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. পিয়ার উদ্দিন, সাবিনা ইয়াসমিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন জিন্নাত প্রমুখ।